Tuesday, November 18

জালিয়াতি: পানি উন্নয়ন বোর্ডের এমডিকে তলব


ঢাকা:মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সহিদুর রহমানকে তলব করছে দুদক। আগামী ২০ নভেম্বর তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।দুদকের কার্যক্রম ঠেকানোর জন্য নানামুখী তৎপরতা চালানোর অভিযোগ ছিল এই কর্মকর্তার বিরুদ্ধে। পাউবোর মহাপরিচালক সহিদুর রহমানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অনুসন্ধান শুরু হলে গত ৭ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে তার সম্পর্কে তথ্য-উপাত্ত চায় দুদক। সনদ জালিয়াতির এই অভিযোগ ছাড়াও তার বিপুল পরিমাণ সম্পদের খোঁজে অনুসন্ধানে নামে দুদক।আর দুদকের কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত করতে তৎপর ছিলেন সহিদুর রহমান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কেও প্রভাবিত করতে বিভিন্ন পন্থায় অপচেষ্টা তিনি অব্যাহত রাখেন বলে জানা যায়। এর আগে গত সেপ্টেম্বর মাসে দুদক সহিদুর রহমানের অবৈধ সম্পদের উৎস খুঁজতে ১৭টি সরকারি প্রতিষ্ঠানের কাছে তথ্য-উপাত্ত চেয়ে চিঠি দেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- জাতীয় রাজস্ব বোর্ড, জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার দফতর, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডাক বিভাগ, রাজউক, ঢাকা জেলা রেজিস্ট্রার দফতর, কুমিল্লা জেলা রেজিস্ট্রার দফতর এবং অধীনস্থ সব সাবরেজিস্ট্রি অফিস প্রভৃতি। দুদক আইনের ১৯(১)(ঘ) ধারায় দ্রুত তথ্য দেয়া বাধ্যতামূলক। আর প্রয়োজনীয় তথ্য ছাড়া প্রতিবেদন দিতে হলে যারা বা যেসব প্রতিষ্ঠান তথ্য সরবরাহ করেনি তাদের বিরুদ্ধে একই আইনের ১৯ (৩) ধারায় মামলা করার বিধান রয়েছে। এতে কেউ দোষী প্রমাণিত হলে সেক্ষেত্রে ৩ বছর কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়