Friday, November 7

মার্কিন রাজনীতিতে ভারতীয়দের প্রভাব


ঢাকা: মার্কিন রাজনীতিতে ভারতীয়দের যথেষ্ট প্রভাব রয়েছে। গত ৪ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদেও জায়গা করে নিয়েছেন তারা। স্থানীয় পরিষদেও তাদের শক্ত অবস্থান রয়েছে। আসুন মার্কিন রাজনীতিতে সক্রিয় কয়েকজন ভারতীয় রাজনীতিবীদ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। মার্কিন রাজনীতিতে ভারতীয়দের প্রভাব নিকি হেলি: ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিায়াতে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবীদ নিকি হেইলি সাউথ ক্যারোলিনার গভর্নর হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। তিনি ডেমোক্র্যাটিক স্টেট সিনেটর ভিনসেন্ট শিহিনকে পরাজিত করেছেন। মার্কিন রাজনীতিতে ভারতীয়দের প্রভাব ড. আমেরিশ বুলবুল: ড. আমেরিশ বুলবুল ক্যালিফোর্নিয়ার ৭ম জেলা অঞ্চল থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। কমলা হ্যারিস: কমলা হ্যারিস একজন প্রথম ভারতীয়-আমেরিকান নারী অ্যাটর্নি জেনারেল। তিনি ক্যালিফোর্নিয়া অঞ্চল থেকে এই মধ্যবর্তী নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। মার্কিন রাজনীতিতে ভারতীয়দের প্রভাব কুমার পি. ব্রেভ: তিনি মোন্টগোমারি কাউন্টির ডিস্ট্রিক্ট-১৭ এর প্রতিনিধি। তিনিই প্রথম ভারতীয়-আমেরিকান যিনি একটি রাজ্যের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছিলেন। ববি জিনদাল: একটি ছবিতে দেখা যাচ্ছে লুসিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ববি জিনদাল তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। মার্কিন রাজনীতিতে ভারতীয়দের প্রভাব অরুনা মিলার: একটি ছবিতে দেখা যাচ্ছে মেরিল্যান্ডের রাজধানী আন্নাপোলিস তার সমর্থকদের সাথে একটি র‌্যালি শেষে সাথে সাক্ষাৎ করছেন অরুনা মিলার। এখানে উল্লিখিত রাজনীতিবীদরা ছাড়াও অনেক ভারতীয় নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনীতি সহ সরকারের বিভিন্ন বিভাগে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়