Monday, November 3

দু দশক পর জয়ের দেখা পেল পাকিস্তান


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: প্রায় দু দশক পর জয়ের দেখা পেল পাকিস্তান। ম্যাচ বাঁচাতে হলে আবু ধাবি টেস্টের শেষ দিনে অকল্পনীয় কিছু করতে হতো অস্ট্রেলিয়াকে। তা আর পারেনি মাইকেল ক্লার্কের দল। অতিথিদের ৩৫৬ রানে হারিয়ে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা দলটির বিপক্ষে প্রায় দুই দশক পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। ব্যাটসম্যানদের দাপটের পর স্পিনারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে বড় হারের লজ্জায় ডোবায় দক্ষিণ এশিয়ার দলটি। সোমবার পঞ্চম দিন প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংস ২৪৮ রানে বেধে ফেলে স্বাগতিকরা। ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়ের মঞ্চ প্রস্তুতই ছিল। সোমবার টেস্টের শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৬ উইকেটের। আর টেস্ট বাঁচাতে হলে অস্ট্রেলিয়াকে পুরো দিন ব্যাট করতে হতো। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে খেলতে নামা আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ প্রথম ঘণ্টায় উইকেটের পতন ঠেকিয়ে রেখেছিলেন। তবে দিনের ২৩তম ওভারে মার্শ ৪৭ রান করে ফিরে গেলে ভাঙে তাদের ১০৭ রানের জুটি। সঙ্গীর বিদায়ের পর স্মিথও বেশিক্ষণ ক্রিজে থাকেননি। ইয়াসির শাহর বলে এলবিডব্লিউ হন শতক থেকে তিন রান বাকি থাকতে। দলের রান তখন ২৩৮। এরপর অস্ট্রেলিয়ার ইনিংসও বেশিদূর এগোয়নি। স্কোর বোর্ডে আর ৮ রান যোগ হতেই বাকি চারটি উইকেট হারায় মাইকেল ক্লার্কের দল। ১২০ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার জুলফিকর বাবর। চতুর্থ দিনে পড়া অস্ট্রেলিয়ার চার উইকেটের তিনটিই নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। আর শেষ দিনে নেন দুটি। অন্য পাঁচটি উইকেটও গেছে স্পিনারদের দখলে। ইয়াসির শাহ ৪৪ রানে ৩ এবং ডান হাতি স্পিনার মোহাম্মদ হাফিজ ৩৮ রানে ২ উইকেট নেন। দুবাইয়ে সিরিজের প্রথম টেস্ট ২২১ রানে জিতেছিল পাকিস্তান। ১৯৯৪ সালের নভেম্বরে শেষবার অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছিল পাকিস্তান। সেবার তিন ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতেছিল তারা। তারপর থেকে টেস্টে ক্রিকেটে সাতবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে ছয় বারই হারে পাকিস্তান। অন্য সিরিজটি ড্র হয়। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ৫৭০/৬ (ডিক্লে) (ইউনুস ২১৩, আজহার ১০৯, মিসবাহ ১০১; স্টার্ক ২/৮৬) ও ২৯৩/৩ (ডিক্লে) (আজহার ১০০*, মিসবাহ ১০১*; জনসন ২/৪৫)। অস্ট্রেলিয়া: ২৬১ (মার্শ ৮৭, ইমরান ৩/৬০) ও ২৪৬ (রজার্স ২, ওয়ার্নার ৫৮, ম্যাক্সওয়েল ৪, ক্লার্ক ৫, স্মিথ ৯৭, মার্শ ৪৭, হ্যাডিন ১৩, জনসন ০, সিডল ৪*, স্টার্ক ২, লিয়ন ০; বাবর ৫/১২০, ইয়াসির ৪৪/৩, হাফিজ ১/৩৩)। সিরিজ: ২-০তে পাকিস্তানের সিরিজ জয়। ম্যাচ সেরা: মিসবাহ-উল-হক সিরিজ সেরা: ইউনুস খান

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়