Monday, November 3

বুধবারও হরতাল ডেকেছে জামায়াত ইসলামী


কানিউজ ডেস্ক : আদালতের চূড়ান্ত রায়ে যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডকে ‘সরকারি ষড়যন্ত্র’ আখ্যায়িত করে বুধবারও হরতাল ডেকেছে তার দল জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান আজ সোমবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ চূড়ান্ত রায়ে কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায়ই বহাল রাখে। এর আগে গত বছরের ৯ মে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধের প্রতিটি রায়ের পর হরতাল ডেকে আসছে জামায়াত। রায়কে কেন্দ্র করে এসব হরতালে ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটে গতবছর। সর্বশেষ যুদ্ধাপরাধ মামলার রায়কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার, চলতি সপ্তাহের রবি ও সোমবার হরতাল ডাকে একাত্তরে বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত। একই কারণে বৃহস্পতিবারও ২৪ ঘণ্টা হরতালের ঘোষণা রয়েছে দলটির। এদিকে, আশুরার কারণে সোমবারের হরতাল ১২ ঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে জামায়াত। জামায়াতের বিবিৃতিতে বলা হয়েছে, আশুরার কারণে মঙ্গলবার ভোর ৬টার পরিবর্তে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল করবে তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়