মুম্বাই : বলিউডের কিং এর জন্মদিন কী যে সে কথা? তাও আবার ৪৯ তম জন্মদিন। ফুল, উপহার, কেকের বন্যা। ১ নভেম্বর মধ্যরাত থেকেই শাহরুখের বাড়ি মন্নতের সামনে ভক্তদেত জনসুনামি। রোববার দিনভর চলল বলিউডের বাদশাহ শাখরুখ খানের জন্মদিন সেলিব্রেশন।
মধ্যরাতে তাকে নিয়ে মানুষের এই মাদকতা দেখে রীতিমতো আপ্লুত কিং খান। টুইট করে জানালেন, “কত সুন্দর মানুষ মন্নতের বাইরে জড়ো হয়েছেন। আমার জন্মদিন এত ভালবাসা ও অধিকার নিয়ে সেলিব্রেট করার জন্য সবাইকে ধন্যবাদ, অত্যন্ত বিনয়ী।”
আগামী বছর ৫০ বছরে পা রাখবেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। তাই সেই জন্মদিনটি হবে আরও স্পেশ্যাল, আশা খোদ শাহরুখের।
শাহরুখের জন্মদিন সেলিব্রেশনের কিছু বিশেষ মুহূর্তের ছবি দেওয়া হল কিং খানের সেই সব ভক্তদের জন্য যারা মনে প্রাণে চাইলেও শাহরুখের জন্মদিনের ভিড়ে মিশে যেতে পারেননি। ছবিতেও আপাতত তারা দুধের স্বাদ ঘোলে মেটান।–ওয়েবসাইট।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়