Tuesday, November 18

মিস ইউনিভার্সাল পিস অ্যান্ড হিউম্যানিটিতে ইতিশা


বিনোদন ডেস্ক: ২৫শে নভেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত সাইপ্রাস ও লেবাননে হতে যাচ্ছে মিস ইউনিভার্সাল পিস অ্যান্ড হিউম্যানিটি প্রতিযোগিতা। ২৫শে নভেম্বর লেবাননে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে বিশ্বের ১১৫টি দেশের ১১৫ জন সুন্দরী অংশ নিচ্ছেন। আর এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ফাতিমাতুজ জোহরা ইতিশা। চলতি মাসের শেষের দিকেই এ প্রতিযোগিতায় অংশ নিতে দেশ ছাড়বেন তিনি। ইতিশা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতায় চতুর্থ হন। এছাড়া চলতি বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড ট্যালেন্ট প্রতিযোগিতায় ৩২তম হয়েছিলেন। আর গেল সেপ্টেম্বরে আজার-বাইজানের বাকুতে হয়ে যাওয়া তুরস্কের মিস গ্লোব ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেন তিনি। মিস ইউনিভার্সাল পিস অ্যান্ড হিউম্যানিটি প্রতিযোগিতায় এখন চলছে অনলাইন ভোটগ্রহণ। এখানে ইতিশাকেও ভোট করা যাবে। এখন পর্যন্ত ভোটের দিক দিয়ে দুই নম্বরে আছেন ইতিশা। তার ওপরে আছেন কেবল বলিভিয়ার সুজানা সেরানো লানোস। এ প্রসঙ্গে ইতিশা জানান, অনেক ভাল লাগছে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে। পরিবারের সহযোগিতা শতভাগ পাচ্ছি। এবার অংশ নিচ্ছি মিস ইউনিভার্সাল পিস অ্যান্ড হিউম্যানিটি প্রতিযোগিতায়। সবাই দোয়া করবেন যেন দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়