Tuesday, November 18

মিসৌরিতে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: যুক্তরাষ্ট্রে পুলিশের একজন কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হবার বিচার সামনে রেখে মিসৌরি অঙ্গরাজ্যে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেখানকার গভর্নর। হত্যার দায়ে শ্বেতাঙ্গ ওই পুলিশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কিনা সে নিয়ে গ্র্যান্ড জুরির একটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যেনো অস্থিরতা ছড়িয়ে না পড়ে সে কারণেই জরুরী অবস্থা ঘোষণা করা হলো। জরুরী অবস্থা চলাকালে পুরো অঙ্গরাজ্যে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে। গত অগাস্টে ফার্গুসন শহরে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হয়। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে যা দিনের পর দিন চলে। এখন এই হত্যাকাণ্ডের দায়ে কর্মকর্তা উইলসনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কিনা সে ব্যাপারে যে কোনও সময়ে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে গ্র্যান্ড জুরির। এই সিদ্ধান্তকে সামনে রেখেই গভর্নর জরুরী অবস্থা ঘোষণা করলেন। অবশ্য জুরিরা কবে এই রায় দেবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। কৌঁসুলিরা বলছেন, চলতি নভেম্বর মধ্যভাগ থেকে শেষভাগের মধ্যে যে কোনও সময়ে জুরিরা একটা সিদ্ধান্তে পৌঁছুবেন বলে তারা আশা করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়