Tuesday, November 18

রাঙ্গাকে ফের জাপার প্রেসিডিয়াম সদস্য করলেন এরশাদ


ঢাকা: বহিষ্কারের পর জাতীয় পার্টির নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গকে আবারও প্রেসিডিয়াম সদস্য পদ দিলেন জাপার চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ। আজ মঙ্গলবার তাকে বুকে টেনে নেন জাপা চেয়ারম্যান। তবে একই সঙ্গে বহিষ্কৃত জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না তা জানা যায়নি। গত ১০ সেপ্টেম্বর এইচএম এরশাদ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে প্রেসিডিয়াম সদস্য পদ থেকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করেছে। রাঙ্গার সঙ্গে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামকে বহিষ্কার করেন। পরে চেয়ারম্যানের এ বহিষ্কারাদেশকে চ্যালেঞ্জ করে রাঙ্গা এবং তাজুল। জাপার এই দুই নেতা এরশাদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গণমাধ্যমে প্রকাশ্যে বক্তব্যও দেন। তারা গণমাধ্যমে বলেন, চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে। এটা জাতীয় পার্টির দলীয় সিদ্ধান্ত নয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়