Friday, October 31

আমার দেশের কার্যালয় পুড়ে ছাই


স্টাফ রিপোর্টার : রাজধানীর কাওরান বাজারে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডে দৈনিক আমার দেশের কার্যালয় পুরোপুরি পুড়ে গেছে। আজ ওই কার্যালয়ের মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার কাজ চলছিল। এরমধ্যেই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে পত্রিকাটির অফিস আসবাব, কম্পিউটার, সার্ভার স্টেশন ও রক্ষিত পত্রিকা পুড়ে যায় বলে জানিয়েছেন নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। এর আগে ২০০৭ সালের অগ্নিকা-ে এনটিভি ও আরটিভি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আমার দেশের কার্যালয়ে কম ক্ষতি হয়েছিল। ক্ষতিগ্রস্ত আমার দেশ কার্যালয় ঘুরে দেখা গেছে কার্যালয়ে থাকা সব কিছু পুড়ে গেছে। অক্ষত বলতে কিছু নেই। আগুনে পুড়ে উপরের সিলিং নিচে পড়ে গেছে। কাগজপত্র, ফাইল, কম্পিউটার পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমার দেশের স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ভবনের ১১তম তলায় অবস্থিত ব্যারিস্টার তানজিব উল আলমের ল চেম্বারও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই তলায় আরও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। আমার দেশের অফিস সহকারী আব্বাস আলী জানান, অফিস পরিবর্তনের জন্য সকাল থেকে আমরা কাজ করছিলাম। কয়েকটি এসি নামিয়েছিলাম। এরমধ্যেই স্টোর রুমে আগুন দেখতে পাই। ওই কক্ষের তত্ত্বাবধায়ক বাইরে থাকায় তাকে ডেকে এনে তালা খোলে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়