Friday, October 31

ললিপপ পাচ্ছে যেসব ডিভাইস


তুসিন আহমেদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন ললিপপ। পুরনো ডিভাইস ব্যবহারকারীরা মন খারাপ করে আছেন, তাদের ফোনে কি আপডেট হবে ললিপপ! জুনে গুগল আইও সম্মেলনে নতুন এ ভার্সনটির ঘোষণা দেয় গুগল। সম্প্রতি অবমুক্ত হওয়া ভার্সনটিতে যুক্ত হয়েছে ম্যাটেরিয়াল ডিজাইন, যা আগের তুলনায় বেশ গতিময়। ওএসটির সূত্রপাত হতে যাচ্ছে গুগলের নেক্সাস ডিভাইস দিয়ে। অর্থাৎ, মোটোরোলার তৈরি নেক্সাস৬ স্মার্টফোনের হাত ধরে। এছাড়া এইচটিসির ৮.৯ ইঞ্চির নেক্সাস৯ ট্যাবেও থাকবে ললিপপ। সবার জন্য না হলেও স্যামসাং এবং এলজির কয়েকটি মডেলের জন্য ললিপপ আপডেট পাওয়া যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান গুগল। এজন্য অপেক্ষা করতে হবে বছরের শেষ পর্যন্ত। জানা গেছে, গ্যালাক্সি এস৫, এলজির জি৩ এবং জি প্রো২ মডেলে এটি আপডেট করা যাবে। পরে পর্যায়ক্রমে এলজি জি৩ এস, জি২ মডেলে এ আপডেট দেয়া হবে। এমনকি মিড রেঞ্জ স্মার্টফোন এলজি এল৯০ ও এল৭০ ডিভাইসও লপিপপ আপডেট পাবে। কয়েক সপ্তাহের মধ্যে নেক্সাস৫, নেক্সাস৭ এবং নেক্সাস১০ ডিভাইসেও ওএসটি যুক্ত হবে। আর শুধু নেক্সাসই নয়, মোটোরোলার মোটো এক্স, মোটো জি, মোটো ই, ড্রয়েড ম্যাক্স, ড্রয়েড মিনি এবং ড্রয়েড আলট্র ডিভাইসেও এক মাসের মধ্যে ললিপপ আপডেট করে নেয়া যাবে। তবে প্লে-এডিশনে নির্দিষ্ট কোন কোন ডিভাইসে ললিপপ কাজ করবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে গুগলের প্লে-এডিশনের মধ্যে রয়েছে মোটো জি ও এইচটিসি ওয়ান এম৮। এর আগে প্লে-স্টোরে বিক্রি হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪, এইচটিসি ওয়ান (এম৭), সনি জেড আলট্রা এবং এলজি জি প্যাড ৮.৩। এগুলো ছাড়াও তাইওয়ানের এইচটিসি তিন মাসের মধ্যে এইচটিসি ওয়ান এম৮ ও এম৭, এম ওয়ান এম৭, ওয়ান এম৮, ওয়ান মিনি, ওয়ান মিনি২ ডিভাইসগুলোয় আপেডট দেবে। এছাড়া সনির এক্সপেরিয়া জেড সিরিজেও শিগগিরই পাওয়া যাবে ললিপপ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়