আজান বড় একটি ইবাদত। এটা শুধু মোয়াজ্জিনের সঙ্গেই সম্পৃক্ত নয়। আজানে পাঁচটি আমল এমন রয়েছে, যা সব মুসলমান আদায় করতে পারে। অত্যন্ত সহজ ও সুন্দর সেই পাঁচটি আমল হলো_
* আজানের শব্দগুলো মোয়াজ্জিন বলার পর হুবহু উচ্চারণ করা। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, 'তোমরা যখন আজান শুনবে, তখন মোয়াজ্জিন যা বলবে, তোমরাও তাই বল।' (সহিহ বোখারি : ৫৭৬)।
তবে 'হাইয়া আলাস সালাহ' এবং 'হাইয়া আলাল ফালাহ' বলার পর 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' বলতে হবে।
* আজান শেষ হওয়ার পর রাসূলুল্লাহ (সা.) এর ওপর দরুদ শরিফ পাঠ করা। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, 'মোয়াজ্জিনের আজান শুনে তোমরা হুবহু শব্দগুলো বলো। এরপর আমার ওপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তায়ালা তার ওপর ১০টি রহমত বর্ষণ করবেন।' (মুসলিম শরিফ : ৫৭৭)।
*রাসূলুল্লাহ (সা.) এর জন্য 'উসিলার মর্যাদা' প্রত্যাশা করা। আগে উলি্লখিত হাদিসের শেষাংশে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা.) বলেন, সবশেষে তোমরা আল্লাহ তায়ালার কাছে আমার জন্য 'উসিলা' চাও। 'উসিলা' জান্নাতের মধ্যে একটি মর্যাদাবান স্থান। কেউ তা পাবে না আল্লাহর একজন বান্দা ছাড়া। আমি আশা করি, সেই বান্দা আমিই। সুতরাং যে ব্যক্তি আমার জন্য 'উসিলা' চাইবে, তার জন্য আমার শাফায়েত জরুরি হয়ে যাবে। (মুসলিম শরিফ : ৫৭৭)।
* তাওহিদের সাক্ষী দেয়া, আল্লাহ, তাঁর রাসূল ও দ্বীনে ইসলামের প্রতি সন্তুষ্টির ঘোষণা দেয়া। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, মোয়াজ্জিনের আজান শুনে যে ব্যক্তি বলবে, '(উচ্চারণ) আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু, লা শারিকা লাহু, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রজিতু বিল্লাহি রব্বাও ওয়া বিমুহাম্মাদিন রাসূলাও ওয়া বিল ইসলামী দ্বীনা', তার সব গোনাহ মাফ করে দেয়া হবে। (মুসলিম শরিফ : ৫৭৯)।
* আল্লাহ তায়ালার কাছে যে কোনো দোয়া করা। আজানের পর দোয়া কবুল হয়। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.) কে বলল, ইয়া রাসূলুল্লাহ! মোয়াজ্জিনরা আজান দিয়ে আমাদের চেয়ে বেশি ফজিলতপ্রাপ্ত হচ্ছে, আমরা কী করব? রাসূলুল্লাহ (সা.) বললেন, হুবহু মোয়াজ্জিনের মতো তুমিও বল। আজান শেষ হলে আল্লাহ তায়ালার কাছে চাও, তোমার দোয়া কবুল করা হবে। (আবু দাউদ : ৪৪০)।
* আশরাফুল আলম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়