বিনোদন ডেস্ক : কদিন আগে ঘটা করেই বলিউড সুপার স্টার সালমান খান ঘোষণা দিয়েছেন বাকি জীবনটা একাই কাটিয়ে দেবেন। বিয়ে করবেন না। ৪৮ বছর বয়সেও হয়তো মনের মতো কাউকে খুঁজে পাননি শক্তিমান এই অভিনেতা। তাই বলে বিয়েই করবেন না, তা কী হয়? মেনে নিতে পারেননি সাল্লুর এক সময়ের প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
ভারতের একটি অনলাইন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সাল্লুর আজীবন একা থাকার সিদ্ধান্তে খুশি নন ক্যাটরিনা। এক প্রতিক্রিয়ায় বলিউডের এই সুপার হিরোইন বলেন, ‘সালমানের সামনে এখনও অনেক সময় আছে। তিনি চাইলে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।’
সালমান-ক্যাটরিনার সম্পর্কের রসায়ন নিয়ে বলিউডে দীর্ঘদিন কানাঘুষা ছিল। কিন্তু সাল্লু কিংবা ক্যাট কেউই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের বিষয়ে কিছু খোলাসা করেননি। তবে দুজনের মধুর সম্পর্কটা খুবটা আড়ালও করতে পারেননি তারা।
মাঝে অবশ্য দুজনের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছিল। তবে দুজনেরই দাবি, কাজের ব্যস্ততায় হয়তো সময় দেয়া হয় একে অন্যকে। কিন্তু সম্পর্কের টান অটুট আছে আগের মতই।
এবারের ঈদুল ফিতরের আগে মুক্তি পেয়েছে সালমানের নতুন ছবি ‘কিক’। যেখানে শ্রীংলঙ্কান বংশদ্ভূত জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে জুটি বেঁধেছেন সালমান। ছবিটির স্যুটি চলাকালে জ্যাকলিনের সঙ্গে সালমানের অনেক অন্তরঙ্গ মুহূর্তের ছবিও এসেছে গণমাধ্যমে। এনিয়ে নতুন গল্পও ফাঁদতে শুরু করেছিলেন কেউ কেউ। ঠিক ওই মুহূর্তেই সাল্লুর কথা, ‘বিয়েই করবো না।’
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়