Tuesday, October 21

নিসচা সিলেট জেলা শাখার আলোচনা সভা ২৩ অক্টোবর


নিজস্ব প্রতিবেদক: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আগামী ২৩ অক্টোবর ২০১৪ইং বৃহস্পতিবার বিকাল ৪টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ দরগা গেইটস্থ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট প্রেসকাবের সভাপতি ইকবার সিদ্দিকী, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, নিসচা জেলা শাখা প্রধান উপদেষ্ঠা এড. আজিজুল মালিক চৌধুরী, জেলা শাখার সাবেক সভাপতি ও যুক্তরাজ্য শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মিশু, যুক্তরাজ্য সান্ডারল্যান্ড শাখার সভাপতি সৈয়দ আতাউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সভায় কানাইঘাট উপজেলার সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নিসচা কানাইঘাট উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মাহবুবুর রশিদ ও সদস্য সচিব নিজাম উদ্দিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়