গাইবান্ধা: জেলার সাদুল্যাপুরে মাদক সেবনের দায়ে আতাউল করিম জুয়েল (৩৫) নামে এক যুবকের দুই বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব এ রায় দেন।
জুয়েল উপজেলার রসুলপুর ইউনিয়নের কিশামত তাজপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আতাউল করিম জুয়েলের বাবা ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে শনিবার সকালে ৬ পুরিয়া গাঁজাসহ তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। পরে থানা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে দুবছরের কারাদণ্ড দেয়া হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়