Thursday, March 26

মঞ্জুরকে আনুষ্ঠানিকভাবে বিএনপির সমর্থন


চট্টগ্রাম: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে চট্টগ্রাম বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী তার নিজ বাসায় দলের নেতাদের সাথে এক বৈঠকের পর মঞ্জুরকে সমর্থন দেয়ার এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে গতকাল বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনও মঞ্জুর প্রতি সমর্থন ঘোষণা করে।তবে এ নিয়ে বিভ্রান্তি দেখা দিলে আজ বৃহস্পতিবার বিকালে আমির খসরুর বাসায় বৈঠকে বসে চট্টগ্রাম বিএনপি নেতারা। আলোচনার পর তারা মঞ্জুরকে সমর্থন দেয়ার ঘোষণা দেন। আজ বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে আমির খসরু বলেন, চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে আমরা মঞ্জুরর প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করছি। আমির খসরুর বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ চট্টগ্রাম বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। তিন ঘন্টা ধরে চলা এই বৈঠকে নোমানকে নির্বাচন স্টিয়ারিং কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বলে খসরু সাংবাদিকদের জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়