চট্টগ্রাম: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে চট্টগ্রাম বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী তার নিজ বাসায় দলের নেতাদের সাথে এক বৈঠকের পর মঞ্জুরকে সমর্থন দেয়ার এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এর আগে গতকাল বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনও মঞ্জুর প্রতি সমর্থন ঘোষণা করে।তবে এ নিয়ে বিভ্রান্তি দেখা দিলে আজ বৃহস্পতিবার বিকালে আমির খসরুর বাসায় বৈঠকে বসে চট্টগ্রাম বিএনপি নেতারা। আলোচনার পর তারা মঞ্জুরকে সমর্থন দেয়ার ঘোষণা দেন।
আজ বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে আমির খসরু বলেন, চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে আমরা মঞ্জুরর প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করছি।
আমির খসরুর বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ চট্টগ্রাম বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। তিন ঘন্টা ধরে চলা এই বৈঠকে নোমানকে নির্বাচন স্টিয়ারিং কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বলে খসরু সাংবাদিকদের জানান।
Thursday, March 26
এ সম্পর্কিত আরও খবর
বঙ্গভবনে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বক্তব্য দিয়ে ‘দুঃখিত’ রিজভী বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন বিএনপি
যশোরে অভিযানে গ্রেপ্তার ৮৮ কানাইঘাট নিউজ ডেস্ক: অভিযান চালিয়ে যশোরের আট উপজেলায় বিভিন্ন মামলার অন্তত ৮৮ আসামিকে গ্রেপ্ত
সত্যের সৌন্দর্য হল, ষড়যন্ত্রের ওপর বিজয় লাভ করে: তারেক রহমান সত্যের সৌন্দর্য হল যে, এটি অপ্রচলিতভাবে প্রচার এবং ষড়যন্ত্রের ওপর বিজয় লাভ করে। আমাদের বিশ্
সিলেট ক্রীড়া সংস্থার নবগঠিত আহ্বায়ক কমিটির বিষয়ে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ পূর্ণাঙ্গ বেঞ্চে স্থগিত কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ
আমরা এমন একটা বাংলাদেশ চাই, সেখানে জাতপাতের ভেদাভেদ থাকবে না বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখা
সংস্কার নিয়ে সরকার-বিএনপির কোনো বিরোধ নেই: তারেক সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়