Saturday, October 11

ইন্টারপোলের মাধ্যমে লতিফকে ফিরিয়ে আনুন: রফিকুল


ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালতের সমনের পরও তিনি দেশের বাইরে আছেন। কেন তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হচ্ছে না, জনগণ জানতে চায়।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির এই নেতা এসব কথা বলেন। লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে স্বাধীনতা ফোরাম এই কর্মসূচির আয়োজন করে। হজ ও তাবলিগ নিয়ে লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন সেটি তার নয় উল্লেখ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘কারো উস্কানিতে লতিফ সিদ্দিকী এই বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের দায়ভার প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদকে নিতে হবে।’ লতিফ সিদ্দিকীর বক্তব্য বিএনপি রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে-সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের বিষয়ে বিএনপি নেতা বলেন, ‘বিএনপি এনিয়ে রাজনীতি করতে চায় না। জনগণই লতিফ সিদ্দিকীর বিচার চায়।’ আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তৃতা করেন, বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবদিন ফারুক, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়