Monday, October 20

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে কানাইঘাটে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৪ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এবং ব্র্যাক ওয়াশের সহযোগিতায় আজ সকাল ১১টায় কানাইঘাট উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী ইউটিডিসি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও ব্র্যাকওয়াশ কর্মসূচির কানাইঘাটের সংগঠক মোবারক হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াজ, মৎস্য কর্মকর্তা ইমরান আহমদ চৌধুরী, চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্য মুজম্মিল আলী, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা (অতিঃ) নূরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, কানাইঘাট প্রেসকাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান। বক্তব্য রাখেন সীমান্তিকের ম্যানেজার আবুল হোসেন, ব্র্যাকওয়াশ ধর্মপুর গ্রাম কমিটির সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন, বড়দেশ গ্রাম কমিটির সভাপতি মখলিছুর রহমান মেম্বার, চটিগ্রাম গ্রাম কমিটির সচিব নাজিয়া বেগম। উপজেলার সার্বিক স্যানিটেশন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জসিম উদ্দিন, ব্র্যাকওয়াশের উপজেলা সিনিয়র ম্যানেজার হাবিবুর রহমান প্রমুখ। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, এনজিও কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও ব্র্যাকওয়াশ কর্মসূচির গ্রাম কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন শতভাগ বাস্তবায়ন করতে হলে সবার আগে জনসচেনতার প্রয়োজন। শুধুমাত্র সরকারী ও এনজিও সংস্থার উদ্যোগে এ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে সুস্বাস্থ্যের বিষয়টি তুলে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতার মাধ্যমে শতভাগ স্যানিটেশন বাস্তবায়ন সম্ভব বলে জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়