Tuesday, October 28

রাজধানীতে মাদকসহ দম্পতি আটক


কানিউজ ডেস্ক : রাজাধানীর বনানী কড়াইল বস্তিতে আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— গোলাম মোস্তফা (৫০) ও তার স্ত্রী তাসলি বেগম (২৫)। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কড়াইল বস্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই দম্পতির বাসা থেকে ৫০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়