কানিউজ ডেস্ক: প্রকৃতিতে লাল রঙের মধ্যে রয়েছে অন্য রকম জীবন। লাল কখনো নজরকাড়া, কখনোবা ভয়ের। কখনোবা লালে থাকে তাজ্জব বনে যাওয়ার মতো চমক। এখানে তারই কিছু নমুনা:
তোতা: দৃষ্টিনন্দন এই তোতার বাস বৃষ্টিপ্রধান ক্রান্তীয় অঞ্চলে। গাঢ় লাল রঙের এই তোতার গলা বেশ উঁচু। সে রকম বেগতিক দেখলে বিস্ময়করভাবে তারা নিজেদের লুকিয়ে ফেলতে পারে।
লাল রঙের বাহার
ছত্রাক: ছত্রাক অনেকের কাছে ব্যাঙের ছাতা নামে পরিচিত। লাল রঙের এই ছত্রাক বা মাশরুমের দেখা মেলে ইউরোপ ও উত্তর আমেরিকায় বনভূমি ও কৃত্রিমভাবে তৈরি সবুজ ভূমিতে।
লাল রঙের বাহার
ব্যাঙ: ব্যাঙের টানা ডাকে মেজাজ খিটখিটে হয় বটে, কিন্তু ছোট প্রকৃতির এই ব্যাঙটি দেখলে কার না চোখ জুড়ায়! তবে ব্যাঙটি অনেক বিষাক্ত। বৃষ্টিপ্রধান ক্রান্তীয় অঞ্চলে এই ব্যাঙ দেখা যায়। তাদের গায়ের রং লাল হলেও পায়ের রং ভিন্ন ভিন্ন হয়।
লাল রঙের বাহার
লাল ডালিয়া: লাল ডালিয়ার এই সৌন্দর্য শুধু মানুষকেই টানে না, অনেক পতঙ্গও ছুটে আসে। তবে রং সম্পর্কে মানুষ ও পতঙ্গের উপলব্ধি ভিন্ন হতে পারে।
লাল রঙের বাহার
চেরি: ফলের নাম চেরি। খেতে লাগে ভারি। এই ফল দেখলে সবারই জিভে জল আসে।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়