Saturday, October 18

ফেসবুক ব্যবহারে যে ১০ টি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে


তথ্য প্রযুক্তি ডেস্ক: একেক জন মানুষ একেক কাজের জন্য ফেসবুক ব্যবহার করে থাকে। এর মাঝে রয়েছে নানা বয়সের, নানা ধরণের মানুষের মিশেল। আর এই কারণে ফেসবুক ব্যবহারের সময়ে কিন্তু মোটেও হেলাফেলা করা চলবে না। আপনার মনে রাখতে হবে, আপনি নিজের খুশিমতো যা-ই করছেন না কেন, এর ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে অন্য কারো, এমনকি আপনার নিজেরও! সুতরাং ফেসবুক ব্যবহারের সময়ে নিজের নিরাপত্তা ও ইমেজ রক্ষার খাতিরে হলেও আপনার মেনে চলা উচিৎ নিচের এই দশটি নিয়ম। ১) উত্তর দিন কেউ যখন আপনার ওয়াল/টাইমলাইনে এসে একটা পোস্ট দিচ্ছে, অথবা আপনাকে মেসেজ দিচ্ছে বা আপনাকে ট্যাগ করে কিছু বলছে, তখন স্বাভাবিক ভদ্রতা হলো তার উত্তর দেওয়া। কারণ অপর পক্ষের মানুষটি কিন্তু আপনার উত্তরের অপেক্ষায় আছে। ভাবুন তো, বাস্তব জীবনে আপনার সাথে কেউ কথা বলছে অথচ আপনি উত্তর দিচ্ছেন না, সেটা কি অভদ্রতা হবে না? ফেসবুক ব্যবহারের সময়েও এমন ভদ্রতা লঙ্ঘন করবেন না। ২) শ্রদ্ধা প্রদর্শন করুন কোনো এক বন্ধুর উপরে খাপ্পা হয়ে আপনি তারই ওয়ালে তার ব্যাপারে আজেবাজে কথা লিখে চলে আসলেন। এতে তো আপনার বন্ধুটি আপনার অপর থেকে আস্থা হারাবেনই, পাশাপাশি আপনার ব্যাপারে অন্যদের ধারনাও খারাপ হইয়ে যাবে। তাই অন্যের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। কোনো ঝগড়া বিবাদ থাকলে তা ইনবক্সে মিটিয়ে ফেলুন। ৩) পোস্ট করার আগে চিন্তা করুন অনেক সময়ে আমরা বন্ধুরা নিজেদের মাঝে অনেক কিছু নিয়ে মজা করি যা কিন্তু অন্যদের চোখে দৃষ্টিকটু লাগতে পারে। তাই এমন কিছু বন্ধুর ফেসবুক ওয়ালে পোস্ট করার ব্যাপারে সাবধান থাকুন। আপনার এবং বন্ধুর উভয়ের সামাজিক মর্যাদার কথা মাথায় রাখুন। ৪) রিপোস্ট করবেন না যখন আপনি বন্ধুকে এমন একটি ছবিতে ট্যাগ করলেন যা তিনি পছন্দ করছেন না, তাই আনট্যাগ করে ফেলেছেন। এই ছবিতে তাকে ভুলেও পুনরায় ট্যাগ করবেন না। একই ভাবে তার টাইমলাইনে পোস্ট করা কোনো কিছু যদি তিনি ডিলিট করে ফেলেন, তবে সেটা রিপোস্ট করবেন না। ৫) বাস্তব জীবনকে ভুলে যাবেন না ফেসবুকে সবসময় যোগাযোগ আছে বলে বন্ধুর সাথে দেখাসাক্ষাৎ করবেন না, সেটা কিন্তু একেবারেই অনুচিত। ভার্চুয়াল জীবনের সাথে বাস্তব জীবনের তুলনা চলেই না। তাই সুযোগ পেলে বন্ধুর সাথে দেখা করবেন অবশ্যই। ৬) সততার বিকল্প নেই নিজের ব্যাপারে এবং অন্যদের ব্যাপারেও সৎ থাকুন ফেসবুকেও। ৭) আসক্ত হয়ে যাবেন না ফেসবুক ব্যবহারের প্রতি আপনি এতটাই আসক্ত যে এর জন্য আপনার দৈনন্দিন কাজের ক্ষতি হচ্ছে- এমন অবস্থায় পড়বেন না। একটা সীমার মাঝে থেকে ফেসবুক ব্যবহার করুন। ৮) নিজের নিরাপত্তা নিশ্চিত করুন ফেসবুকে আপনি যাদেরকে ফ্রেন্ড লিস্টে যোগ করে রেখেছেন, তাদের সবাই কি আপনার শুভানুধ্যায়ী? তাদের কেউ যে আপনার ক্ষতি করবে না এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? নিশ্চিত হওয়া সম্ভব নয়। আর তাই এমন কোনো তথ্য/ছবি পোস্ট করবেন না যা ব্যবহার করে তারা ভবিষ্যতে আপনার ক্ষতি করতে পারে। ৯) কমন সেন্স ব্যবহার করুন যত নিয়মই মনে রাখুন না কেন, সব কিছুর ওপরে ব্যবহার করুন নিজের কমন সেন্স। এমন কিছু করবেন না যা দেখে পড়ে নিজের ওপরেই রাগ হয়। ১০) চাকরি-বাকরির কথা মনে রাখুন বন্ধুর ব্যাপারে অনেক ব্যক্তিগত তথ্য জানা আছে আপনার, তাই বলে সেটা সর্বসমক্ষে প্রচার করা মোটেও ঠিক না। কারণ বন্ধুটির বস অথবা ভবিষ্যৎ বস তা দেখে থাকতে পারে ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে তার ক্যারিয়ার। তাই পোস্ট করার আগে আরেকবার ভাবুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়