ঢাকা: গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়াম থেকে মশিউর রহমান রাঙ্গা ও তাজুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।
তিনি বলেন, চেয়ারম্যান গঠনতন্ত্র মেনেই তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন।
উল্লেখ্য, গত বুধবার এইচএম এরশাদ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসিডিয়াম সদস্য পদ থেকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামকে বহিষ্কার করে।
চেয়ারম্যানের এ বহিষ্কারাদেশকে চ্যালেঞ্জ করে রাঙ্গা এবং তাজুল। তারা গণমাধ্যমে বলেছেন, ‘চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে। এটা জাতীয় পার্টির দলীয় সিদ্ধান্ত নয়।’
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়