Saturday, September 13

ঘুমন্ত নারীকে বিমানে চুম্বন করায় কারাদণ্ড


কানিউজ ডেস্ক: বিমানের ভেতরে ঘুমন্ত নারীকে অশালীনভাবে স্পর্শ ও চুম্বন করায় এক ভারতীয় নাগরিকের দুই বছরের জেল ও জরিমানার আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। নিউ ইয়র্ক ফেডারেলের কোর্টে অভিযুক্ত দেবেন্দর সিং (৬২) নিজের দোষ স্বীকার করে নেয়ায় বিচারপতি স্টেনলি চেলসার এই সাজা ঘোষণা করেছেন। দুই বছরের জেল ছাড়াও ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে দেবেন্দরকে। দেবেন্দরের বিরুদ্ধে অভিযোগ ছিল, মাস কয়েক আগে হিউস্টন থেকে নিউয়ার্কগামী ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমানে তার পাশের আসনে বসা এক ঘুমন্ত নারীকে চুম্বন করেছিলেন। দেবেন্দরের অশালীন স্পর্শে তার ঘুম ভাঙতেই গোটা ব্যাপারটি বুঝতে পারেন ওই নারী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়