Saturday, September 13

কানাইঘাটের প্রবীণ শিক্ষক ইসমাঈল আলীর ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদেক: কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুহাম্মদ ইসমাঈল আলী আর নেই। আজ শনিবার রাত সোয়া ৮টায় নগরীর একটি ক্লিনিকে ইমেত্মকাল করেন। (ইন্নালিলস্নাহি.....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মুহাম্মদ ইসমাঈল আলীর গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলা বীরদল পুরান ফউদ, বর্তমানে নগরীর আম্বরখানা বড়বাজার মলিস্নকা ৮২’র বাসিন্দা। তিনি ১৯৬১ সালে জকিগঞ্জের কালিগঞ্জস্থ ইছামতি ইউনাইটেড স্কুল থেকে শিক্ষকতা শুরম্ন করেন। পরে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, জৈমত্মাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, বানিয়াচং এর এল আর উচ্চ বিদ্যালয় ও সর্বশেষ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। শিক্ষকতা জীবনে তিনি ইংরেজী বিষয় পড়াতেন। আগামীকাল রোববার বাদ জোহর নগরীর নয়াসড়ক জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে তাঁর সকল গুণগ্রাহী আত্মীয়স্বজন ও শুভাকাংখীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। পরে তাঁকে মানিকপীর (র:) এর মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। শিবের বাজার মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল আজ শহরতলীর শিবেরবাজারের মাঘজানুল উলুম দারম্নল হাদিস মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। রাত ১০টা পর্যমত্ম মাহফিল চলবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদীস মুফতি রশিদুর রহমান ফারম্নক শায়খে বরম্ননা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুশতাক আহমদ খান। সভাপতিত্ব করবেন মাদ্রাসার সাবেক মুহতামীম আলহাজ্ব আব্দুল আহাদ। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়