নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে দু’দিন ধরে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মিজানুর রহমান সায়েম (১৩) প্রাইভেট পড়ার জন্য তার বাড়ী বিষ্ণুপুর থেকে একই গ্রামের সুবুদ আলীর বাড়ী যাওয়ার জন্য বের হয়। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়ীতে না ফেরায় স্বজনরা সুবুদ আলীর বাড়ীসহ সম্ভাব্য স্থানগুলোতে অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাননি। এ ব্যাপারে গতকাল শনিবার মিজানুর রহমান সায়েমের পিতা মোহাম্মদ আলী কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রী করেন। জিডি নং- ৫৯১। হারানোর সময় তার পরনে সবুজ একটি ফুলহাতা শার্ট, কালো প্যান্ট ও পায়ে স্যান্ডেল ছিল। তার গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৪ফুট। কোন সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৫০-৮৯৮০৪৬, ০১৭২১২২৮০১৫, নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছেন তার স্বজনরা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়