স্টাফ রিপোর্টার : রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে তুরাগের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন “তুরাগে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে আমাদের কাছে তথ্য আছে।”
এ নিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়