Friday, September 19

টুঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রী


টুঙ্গীপাড়া প্রতিনিধি : সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং সুধী সমাবেশে যোগ দিতে টুঙ্গীপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়া পৌঁছান। পরে সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, এরপর সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ প্রদান, টুঙ্গীপাড়া পাঁচ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র, টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ ভবনে স্থাপিত ৩০ কিলোওয়াট সোলার প্যানেল, কোটালীপাড়া উপজেলাধীন রাজাপুর খেয়াঘাট-জহরেরকান্দি সড়কে ৩৯ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ। কোটালীপাড়া উপজেলাধীন পূর্ব লাটেঙ্গা-পশ্চিম লাটেঙ্গা সড়কে ভাঙ্গারহাট খালের উপর ১৭ মিটার আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন, কোটালীপাড়া উপজেলাধীন বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ-ভাই ভাই বাজার সড়কের ৩০ মিটারের বেশি আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন এবং টুঙ্গিপাড়া উপজেলা সোনালী ব্যাংকের নিজস্ব ভবন উদ্বোধন। টুঙ্গীপাড়ায় মাজার কমপ্লেক্সে এসব প্রকল্প উদ্বোধনের পর সেখানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়