কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জামায়াত রাজনৈতিক দল নয়, এটি একটি জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। অতীতে তাদের (জামায়াতকে) নিয়ন্ত্রণ করা হয়েছে, ভবিষ্যতেও করা হবে। শনিবার সকাল ১১টায় কুষ্টিয়ায় হানিফের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি বিদেশ নির্ভর দল দাবি করে হানিফ বলেছেন, বিএনপি বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে তারা যেন বিএনপিকে রাষ্ট্রক্ষমতা দখল করে দেয়। তিনি বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, এদেশের ক্ষমতার মালিক জনগণ। জনগণ যদি না চায় তাহলে বিদেশীরা (বিএনপিকে) ক্ষমতায় বসাতে পারবে না।
বিদেশীদের পিছুপিছু ঘুরে ষড়যন্ত্র করে সরকারকে উৎখাত করে বিএনপি ক্ষমতায় বসবে তাদের এই স্বপ্ন বাংলাদেশের মানুষ পূরণ হতে দেবে না।
ডিসেম্বরের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের প্রস্ততি নেয়া হচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, যদি ষড়যন্ত্র করে বোমাবাজি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা হয় তাহলে এই (বিএনপি) সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে। এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলের নেতকর্মী উপস্থিত ছিলেন।
Saturday, September 13
এ সম্পর্কিত আরও খবর
মৃত্যুবার্ষিকীতে মাওলানা ভাসানীকে নিয়ে তারেক রহমানের পোস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস
তৃণমূল বিএনপি নেতা সমশের মবিন চৌধুরী গ্রেপ্তার তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধ
আ.লীগ যা করেছে বিএনপি তা করবে না: মোনায়েম মুন্না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর দেশে যা করেছে, বিএনপি আগামীতে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্
সিটি নির্বাচনে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে: নোমান চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, মানুষের মধ্যে পুঞ্জিভূত ক্ষোভের
দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় হার্ডলাইনে বিএনপিদলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পথে হাঁটছে বিএনপি। স্পষ্টভাবে জানি
ঢাবি'তে ভর্তির সুযোগ দাবিতে সিলেটে মানববন্ধন কানাইঘাট নিউজ ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার গত বুধব
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়