Saturday, September 13

কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ


কুড়িগ্রাম: বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন কর্মসুচীর আওতায় কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন চারা বিতরন করেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, বন্যায় দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জেলা কুড়িগ্রাম। কৃষকদের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য কৃষি মন্ত্রনালয় পর্যায়ক্রমে সব কিছু করবে। শনিবার দুপুরে উলিপুর উপজেলার বজরা, হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ প্রথম ধাপে ১ম কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ধানের চারা বিতরন করা হয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্বাস আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জুলফিকার হায়দার, কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক ড. আফসার আলী, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ড. মুনছুর আলম খান, রংপুর তাজহাট কৃষি কলেজের অধ্যক্ষ প্রতীপ কুমার মন্ডল, বজরা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান রেজাউল করিম আমিন উপস্থিত ছিলেন। বন্যায় কুড়িগ্রাম জেলায় রোপা আমনসহ ৩৯ হাজার হেক্টর জমির ২শ ৪০ কোটি টাকার ফসল হানি হয়। ক্ষতিগ্রস্থ হয় ১ লাখ ৯৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়