জসিম উদ্দিন
কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।গত শনিবার স্থানীয় গাছবাড়ী বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ঝিংগাবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার রফিক আহমদ এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এখলাছুর রাহমান এখলাস এর পরিচালনায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কাহির চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।সম্মেলনে ঝিংগাবাড়ী ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত ভোটারদের গোপন ব্যালট এর মাধ্যমে কামাল উদ্দিন কে সভাপতি, তাজ উদ্দিন কে সাধারণ সম্পাদক ও তাজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়ছল,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ লতিফ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক হাবীব আহমদ,উপজেলা বিএনপির সদস্য মখলিছুর রাহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক ফরিদ উদ্দিন, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি শরীফুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসীম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তাজ উদ্দিন মাখন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ আবু শহীদ সিকদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রাহমান ডিপজল, পৌর বিএনপির সহ-সাধারন সম্পাদক নুরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম (বুলবুল),উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য শাহজাহান সেলিম বুলবুল,উপজেলা বিএনপির সদস্য ডাঃ ইয়াকুব,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, ৮নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন, ৪নং সাতবাক ইউনিয়ন ছাত্রদল সভাপতি ওলিউর রাহমান, রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মতিন শিকদার প্রমুখ
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়