Friday, September 19

ইংল্যান্ডের সঙ্গে থাকার রায় স্কটিশদের


কানিউজ ডেস্ক : গণভোটে ইংল্যান্ডের সঙ্গে থাকার রায় দিয়েছে বেশিরভাগ স্কটিশ। ৩২টি এলাকার মধ্যে ২৯টি স্বাধীনতার বিপক্ষে রায় দিয়েছে। আর এ রায়ের ফলে স্কটল্যান্ড ইংল্যান্ডের অংশ হয়েই থাকছে। গণভোটের চূড়ান্ত ফলে স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছেন ৫৫ ভাগ ভোটার। আর পক্ষে ভোট পড়েছে ৪৫ ভাগ। স্কটল্যান্ডের সবচেয়ে বড় শহর ও বৃটেনের তৃতীয় বৃহত্তম শহর গ্লাসগো’র জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। এছাড়াও ডান্ডি এবং নর্থ ল্যাঙ্কারশায়ারের জনগণও স্বাধীনতার পক্ষে। ৩০০ বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের সঙ্গে থাকার পর স্কটল্যান্ড আলাদা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা তাই নির্ধারিত হতে এই ভোটের আয়োজন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়