Friday, September 19

মেয়ে ও ৬ নাতি-নাতনিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা


কানিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডন চার্লস স্পিরিট (৫১) নামে এক ব্যক্তি তার মেয়ে ও ৬ নাতি-নাতনিকে গুলি করে হত্যার পর পুলিশের সামনে নিজের গায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। ৩ মাস বয়সী শিশুকেও গুলি করেন তিনি। সবচেয়ে বড় শিশুটির বয়স ১০ বছর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গিলক্রিস্ট কাউন্টির পুলিশ কর্মকর্তা রবার্ট জানান, স্পিরিট আত্মহত্যা করেছেন। এ ঘটনাদৃষ্টে রীতিমতো কাঁপছিলেন রবার্ট। তিনি বলেন, এ ধরনের কোন কিছু আমি কখনোই দেখিনি। ভয়াবহ এ ঘটনা ঘটানোর আগে জরুরি সেবা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন স্পিরিট। তিনি বলেছিলেন, নিজের ও অন্যের ক্ষতি করে বসতে পারেন তিনি। কিন্তু, পুলিশ যখন বেল শহরতলিতে তার বাড়িতে পৌঁছায়, ততোক্ষণে তার মেয়ে ও ৬ নাতি নাতনির সবাই মৃত। পুলিশ যাওয়ার পর স্পিরিট আত্মহত্যা করেন। ২০০১ সালে শিকার অভিযানে গিয়ে স্পিরিটের রাইফেলের গুলিতে ৯ বছরের ছেলে নিহত হয়। সেটা দুর্ঘটনা ছিল বলেই মনে করা হয়। রাইফেল পরিষ্কার করার সময় ট্রিগারে তার আঙুলের চাপ পড়ে এবং গুলি বেরিয়ে যায়। গতকালের এ মর্মান্তিক ঘটনা যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র আইনকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। এফবিআই’র পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে দেশটিতে বৈধ আগ্নেয়াস্ত্র ১১ হাজার মানুষের প্রাণহানির কারণ হয়েছে, যা বেশ উদ্বেগজনক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়