কানিউজ ডেস্ক : ইরাকে সামরিক হামলা পরিচালনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিলো ফ্রান্স। ইরাকে আইএস’র বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্রান্সের দুটি যুদ্ধবিমান মসুলে আইএস’র অস্ত্র ও তেলের ডিপো লক্ষ্য করে ৪টি লেজার-নিয়ন্ত্রিত বোমা হামলা চালায়। হামলায় আইএস’র বহু সদস্য নিহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে ব্যাপারেও প্রাথমিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ১ দশকেরও বেশি সময় আগে ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের যুদ্ধ ঘোষণার পর অবজ্ঞাভরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ফ্রান্স ও জার্মানি। গতকাল মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ইরাকের অভ্যন্তরে আইএস’র অবস্থান ও তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাতে প্রথম দেশ হিসেবে যোগ দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয় ওঁলাদের কার্যালয় থেকেও বিমান হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়