স্টাফ রিপোর্টার : গত ২৮শে আগস্ট রাজধানীর মগবাজারে তিন খুনের ঘটনায় সরাসরি জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এসময় দুটি পিস্তল ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে র্যাব। এর আগে রেলের জমি নিয়ে বিরোধের জেরে গত ২৮শে অগাস্ট রাতে মগবাজারের নয়াটোলা এলাকার সোনালীবাগে তিনজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়