Saturday, September 20

সমকামী সম্পর্ক স্থাপনে ১০০ বেত্রাঘাত


কানিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার রক্ষণশীল আচেহ প্রদেশে সমকামীদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপনের শাস্তি হিসেবে ১০০ বেত্রাঘাতের দ- দেয়া হতে পারে। এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব পার্লামেন্টে অনুমোদন পেলে, তা পরিণত হবে আইনে। সমালোচকরা বলছেন, তেমনটা হলে মৌলিক মানবাধিকার ক্ষুণœ হবে। ইন্দোনেশিয়ায় একমাত্র আচেহ প্রদেশে ইসলামী শরীয়াহ আইন কার্যকর রয়েছে। ২০০১ সাল থেকে সেখানে শরীয়াহ আইন কার্যকর শুরু হয়। এ সময়ই প্রদেশটি স্বায়ত্তশাসনের কিছু ক্ষমতা অর্জন করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। দুইজন পুরুষ কিংবা দুইজন নারীর মধ্যে শারীরিক যে কোন ধরনের সম্পর্ককে নিষিদ্ধ করে খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ আইন প্রণয়নে অনুমোদন পেলে, আইন লঙ্ঘনকারী মুসলমান ও অমুসলমানদের জন্য একই ধরনের শাস্তির বিধান থাকবে। ব্যাভিচারের জন্য অপরাধীদের ১০০ বেত্রাঘাতের দ- দেয়া হবে। মদপান, জুয়া খেলা, অবিবাহিত নারী-পুরুষের মেলামেশা, বিয়ে ছাড়া নারী পুরুষের মধ্যে স্পর্শ করা ও চুম্বন নিষিদ্ধ করে পূর্বে প্রণীত একটি আইন প্রয়োগেও কঠোরতা অবলম্বন করছে সরকার। গতকাল প্রাদেশিক রাজধানী বান্দা আচেহতে জনসমক্ষে ৮ জনকে জুয়া খেলার অপরাধে বেত্রাঘাতের দ- দেয়া হয়। তা দেখতে জড়ো হয়েছিলেন প্রায় ১ হাজার মানুষ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়