Monday, September 15

মালয়েশিয়ান বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে!


কানিউজ ডেস্ক: ভারত মহাসাগরের তলদেশে ৫৮টি শক্ত বস্তুর সন্ধান পেয়েছে অনুসন্ধানকারীরা। এগুলো নিখোঁজ মালয়েশিয়ান বিমানের ধ্বংসাবশেষ হতে পারে বলে অনুমান করছেন অনুসন্ধানকারীরা। এগুলো যদি ওই বিমানের হয়ে থাকে, তবে ছয় মাস আগে নিখোঁজ বিমানটির অনেক রহস্যের সমাধান হবে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও তিয়ং লাই রোববার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মাত্র ৫৮টি কঠিন বস্তু পেয়েছি। তবে এগুলো নিখোঁজ মালয়েশিয়ান বিমানের কি না তা এখনো জানতে পারিনি।’ তিনি বলেন, অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন জয়েন্ট অ্যাজেন্সি কোঅরডিনেশন সেন্টার (জেএসিসি) বর্তমানে খোঁজ পাওয়া বস্তুগুলো বিশ্লেষণ করছে। ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে কুয়ালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়। চলতি মাসের প্রথম দিকে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা ভারত মহাসাগরের তলদেশে ‘হার্ড স্পট’ দেখতে পেয়েছে। বিশেষজ্ঞরা বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরের প্রত্যন্ত এলাকায় অনুসন্ধানকাজ চালাচ্ছেন। অনুসন্ধান ইতিহাসে এটা ইতোমধ্যেই সবচেয়ে দীর্ঘতম ও ব্যয়বহুল হিসেবে পরিগণিত হয়েছে। সূত্র : পিটিআই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়