Saturday, September 13

সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক: শিল্পমন্ত্রী


ঝালকাঠি প্রতিনিধি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। দেশের ক্রান্তিকালে তাদের লেখনি জাতিকে সঠিক পথের নির্দেশনা দেয়। শনিবার বিকালে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকরা সত্য নির্ভর না হলে দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নলছিটি ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্মিত ওই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. এনায়েত করিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. ইউনুস লস্কর, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু। এ সময় স্থানীয় গণ্যমান্য, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়