Monday, November 4

সাপের ভয়ে খোলা আকাশের নীচে

বিষধর সাপের ভয়ে বিদ্যালয়ের খোলা আকাশের নীচে ক্লাস করছে পটুয়াখালির একটি স্কুলের শিক্ষার্থীরা। জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ আতংকে কমে যাচ্ছে শিক্ষার্থীর উপস্থিতি সংখ্যা। এতে উদ্ধিগ্ন হয়ে পরেছে শিক্ষার্থীদের অভিবাবকরা।
সোমবার সরেজমিন পরিদর্শনকালে শিক্ষার্থীরা জানায়, গত ১০ দিনে ক্লাস চলাকালীন অন্তত ১৭টি গোখরা সাপ মারা হয়েছে। শ্রেণি কক্ষের মেঝেতে সৃষ্টি হওয়া ফাটল থেকে একের পর এক বেড়িয়ে আসছে গোখরা সাপ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হাওলাদার বলেন, “সাপ আতংকে অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। বর্তমানে যারা আসছে তাদেরকে শ্রেণি কক্ষ ছেড়ে খোলা আকাশের নীচে বসে পাঠদান করানো হচ্ছে। তবে এখন বিদ্যালয়ের মধ্যে কতগুলো সাপ রয়েছে তা তিনি বলতে পারেননি।”
তিনি আরো বলেন, “বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।”
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, “বিদ্যালয়টি জরাজীর্ণ হওয়ায় সেখানে সাপেরা বাসা বেঁধেছে। এ ব্যাপারে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।”---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়