সুবর্ণা হামিদ, সিলেট অফিস •
তারের জঞ্জাল থেকে মুক্ত হবে সিলেট। বিদ্যুৎ, টেলিফোন, ক্যাবল নেটওয়ার্ক আর ইন্টারনেটের তার শুধু যে নগরীর চেহারা নষ্ট করে, তা নয়। নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়ায় অনেক সময়। সিলেট সিটি কর্পোরেশন এই তারের জঞ্জাল মাটির নিচে পাঠানোর উদ্যোগ নিয়েছে, রোববার শুরু হয়েছে সার্ভের কাজ।
সিলেট সিটি কর্পোরেশনের ২৬.৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন ইন্টারনেট, কেবল অপারেটরদের টানানো তার। কোনটি যে বৈদ্যুতিক লাইন আর কোনটি ইন্টারনেট লাইন তা বুঝার উপায় নেই। তার সরানোর জন্যে সার্ভে শুরু হচ্ছে নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার-সিটি পয়েন্ট সড়ক থেকে। রোববার থেকে এই সড়কের দুই পাশের সার্ভে শুরু হয়েছে। সিটি কর্পোরেশন ও বিদ্যুত উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই কাজটি বিদ্যুত উন্নয়ন বোর্ড ঢাকার সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্পের আওতায় সম্পন্ন করা হবে।
সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত রাস্তা প্রশস্ত করা এখন সময়ের দাবি। সেই দিকটি চিন্তা করে এই সড়কের দুই পাশের সকল বৈদ্যুতিক খুটি সরিয়ে নেয়া হবে। এই সড়কের সকল ক্যাবল লাইন আন্ডারগ্রাউন্ডে থাকবে।
মেয়র বলেন, “জাইকার অর্থায়নে বাংলাদেশের ময়মনসিংহে ও সিলেটে বিদ্যুত বিভাগের উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে জেনে আমি তাদের সাথে যোগাযোগ করি। তাদেরকে এই প্রকল্পের আওতায় চৌহাট্টা-জিন্দাবাজার-সিটি পয়েন্ট পর্যন্ত সড়কের বৈদ্যুতিক লাইন আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করি। তারা আমার আহ্বানে সাড়া দেয়। এই লক্ষ্যে গত ২ নভেম্বর সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্প পরিচালক মাহবুবুর রহমানের সাথে বৈঠক হয়েছে। তিনি এই কাজ সম্পন্ন করতে সম্মতি প্রকাশ করেছেন।”
মেয়র জানান, মূল কাজ শুরু হবে আগামী বছরের ফ্রেবুয়ারী-মার্চ মাসে। কারণ আন্ডারগ্রাউন্ড ক্যাবল বিদেশ থেকে নিয়ে আসতে তিন মাস সময় লাগবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। তবে এর আগে অন্যান্য সকল কাজ সম্পন্ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে চৌহাট্টা-জিন্দাবাজার-সিটি পয়েন্ট পর্যন্ত সড়কের যানজট সমস্যা অনেকাংশে কমবে এবং এই সড়কের সৌন্দর্য্যবর্ধনও হবে।
সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান পরিবর্তন ডটকমকে জানান, সিলেটে এই ধরনের প্রকল্প প্রথমবারের মতো হলেও বাংলাদেশের ঢাকার একাধিক স্থানে ও চট্রগ্রামে এই ধরনের কাজ সম্পন্ন করা হয়েছে। সকলের সহযোগিতা নিয়ে সুন্দরভাবেই এই কাজ বাস্তবায়ন হবে।
সার্ভে চলাকালে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, উর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যুত উন্নয়ন বোর্ড ঢাকার সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্পের কনসালটেন্ট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।---পরিবর্তন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়