Sunday, October 20

কানাইঘাটে বৃত্তি প্রধান অনুষ্ঠানে মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী সমাজের উন্নয়নের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট-৫ আসনের  সাবেক সাংসদ অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্ঠার মধ্য দিয়েই সমাজের সার্বিক উন্নয়ন সাধিত হয় । আর এজন্য নৈতিকতা সম্পন্ন শিক্ষাকেই সব চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তিনি গতকাল শনিবার কানাইঘাট উপজেলার ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে স্থানীয় সীমার বাজারে আয়োজিত মেধাভিত্তিক বৃত্তি ও আজীবন সদস্য সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংস্থার সভাপতি মোঃ কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক ও সৈয়দ আবু বক্করের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সিদ্দিকী, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নূরুল আমিন ও সৌদী আরবস্থ সারজা আল-বারাকা পারফিউম কো: এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল হেকিম । অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকনাইল মডেল কিন্ডার গার্ডেনের প্রধান শিক আব্দুল হেকিম, আব্দুল্লাহ আল-মামুন, জামিল আহমদ প্রমুখ। এতে শিক্ষার্থীদের মাঝে মেধাভিত্তিক বৃত্তি ও শিক্ষা ক্ষেত্র্রে বিশেষ অবদানের জন্য সংস্থার আজীবন সদস্যদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিবৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়