নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ২য় খন্ড গ্রামের গোরকপুর বাজার ঘাট এলাকা থেকে মাদক বহন কালে স্থানীয় লোকজন ৩ তরুণকে ৭৫০ এম.এল ৯বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। জানা যায়, আজ রবিবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী বাল্লা গ্রামের বিলাল আহমদ একটি ঔষধের কার্টুনে ভারতীয় চয়েস মদের বেশ কয়েকটি বোতল ভরে ৫০০টাকার বিনিময়ে বাউরভাগ ২য় খন্ড গ্রামের মৃত মুশাহীদ আলীর পুত্র এনাম উদ্দিন (১৮) ও একই গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র গিয়াস উদ্দিন (১৫) কে সুরাইঘাট বাজারে পৌছে দিতে বলে। গোরকপুর বাজারের পাশে আসার সময় স্থানীয় লোকজন এ দুইজনকে আটক করে কার্টুন খোলে মদের বোতল দেখতে পান। এ সময় তাদের উত্তম-মধ্যম দিয়ে গ্রামবাসী আটক করে রাখেন। তাদের পক্ষে এগিয়ে আসায় একই গ্রামের লোকমান আলীর ছেলে আব্দুল মালিক (২০)কেও আটক করে কানাইঘাট থানা পুলিশকে খবর দেওয়া হলে এস.আই আরিফ ও এ.এস.আই হুমায়ূন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে ৯ বোতল অফিসার্স মদসহ এ তিন জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মাদক দ্রব্য আইনে দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়