ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে একটি চায়ের দোকান লক্ষ্য করে পর পর দুটি বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে বোমা দুটির মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমায় ব্যবহৃত স্পিন্টার, মার্বেলসহ বোমার আলামত উদ্ধার করেছে।
স্থানিয়রা জানায়, বুধবার রাত ৯টার দিকে বিষয়খালী বাজারের আতিয়ার রহমানের চায়ের দোকান লক্ষ করে দুর্বৃত্তরা পর পর দুটি হামলা চালায়। এ সময় দোকানটিতে ১০-১২ জন ক্রেতা-বিক্রেতা ছিল। বিকটশব্দে একটি বোমা বিস্ফোরিত হলে আতংকে লাকজন ছুটাছুটি শুরু করে। ঝিনাইদহ সদর থানার এএসআই শামসুজ্জামান সাংবাদিকদের জানান, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ বোমা হামলার ঘটনা ঘটাতে পারে। --ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়