Thursday, October 24

ঝিনাইদহের বিষয়খালীতে বোমা হামলা


ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে একটি চায়ের দোকান লক্ষ্য করে পর পর দুটি বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে বোমা দুটির মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমায় ব্যবহৃত স্পি­ন্টার, মার্বেলসহ বোমার আলামত উদ্ধার করেছে।  
স্থানিয়রা জানায়, বুধবার রাত ৯টার দিকে বিষয়খালী বাজারের আতিয়ার রহমানের চায়ের দোকান লক্ষ করে দুর্বৃত্তরা পর পর দুটি হামলা চালায়। এ সময় দোকানটিতে ১০-১২ জন ক্রেতা-বিক্রেতা ছিল। বিকটশব্দে একটি বোমা বিস্ফোরিত হলে আতংকে লাকজন ছুটাছুটি শুরু করে। ঝিনাইদহ সদর থানার এএসআই শামসুজ্জামান সাংবাদিকদের জানান, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ বোমা হামলার ঘটনা ঘটাতে পারে। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়