মৌলভীবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কতিপয় স্বার্থান্বেষী মহল দেশে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। যারা গরীব দেশের সম্পদ নিজেদের ছেলেদের মাধ্যমে বিদেশে পাচার করে তারা কি দেশের উন্নয়ন করবে। দেশের নিরাপত্তা, কল্যাণ, উন্নয়ন ও মঙ্গলের স্বার্থেই শেখ হাসিনাকে সমর্থন দিতে হবে। নির্বাচনের বিরুদ্ধে যারা কথা বলে রাষ্ট্রের সর্বশক্তি দিয়ে তাদের দমন করা হবে। মানুষের জান-মালের নিরাপত্তার বিষয়টি সংবিধানেই বলা আছে। সংবিধান অনুযায়ী পুলিশ আইন-শৃংখলা রক্ষার্থে সভা-সমাবেশ নিষিদ্ধ করতেই পারে। বিরোধী দল সভা-সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকান্ডের পাঁয়তারা করছে। সরকার ও আইন শৃংখলা বাহিনী নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে তৎপর রয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গণপুর্ত বিভাগের তত্ত্বাবধানে ২ কোটি ২৩ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার আধুনিক সুবিধা সম্বলিত নতুন থানা ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহম্মদের সভাপতিত্বে কমলগঞ্জ থানা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে স্বরাষ্ট্রমন্ত্রী আরোও বলেন, দেশে যে বিদ্যমান আইন-শৃঙ্খলা আছে, সেই আইন-শৃঙ্খলা সূত্রের লঙ্ঘন। এই ধরনের মনেবৃত্তির ভেতরে কার্যক্রম নিবারণ, নির্বাচন প্রতিহত করা ও দমন করার জন্য আমরা সর্বাত্মক পদক্ষেপ নেবো।
উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড: মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জের ডিআইজি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূঁইয়া, মৌলভীবাজার জেলা প্রশাসক মো: কামরুল হাসান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক গণপরিষদ সদস্য আজিজুর রহমান, সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগ সম্পাদক নেছার আহমদ, গণপূর্ত বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো: আব্দুস সাত্তার, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান। জুড়ী থানার ওসি (তদন্ত) মো: জালাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল মতিন, শ্রীমঙ্গল পৌর আয়োমীলীগ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেন, বর্তমান সরকার গত ৫ বছরে সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ করেছে। দেশে শিক্ষা দিক্ষায়, ব্যবসা বাণিজ্যসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, পুলিশ লাগবে না, আওয়ামীলীগকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তিনি সবাইকে আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রদানের আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড: মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, দা, কুড়াল দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। খালেদা জিয়া দেশ জঙ্গী রাষ্ট্র বানাতে চায়। বাংলার মানুষ ও আওয়ামীলীগ খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাখান করেছে। তিনি এই এলাকার সাংসদ চিফ হুইপকে আবারো নির্বাচিত করার আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে সিনিয়র মন্ত্রী করা হবে। এছাড়াও সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহমদ, কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ নীহার রঞ্জন নাথ প্রমুখ।
সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ সংবিধান অনুযায়ীই চলবে।যারা দা কুড়াল দিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা আইন লঙ্ঘন করেছেন। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানের বাইরে পদক্ষেপ নেওয়ার অধিকার কোন রাজনৈতিক দলের নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন, তার বাইরে আলোচনা করার কোন সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডের তদন্ত চলছে।
উল্লেখ্য, গণপূর্ত বিভাগ, মৌলভীবাজার এর তত্ত্বাবধানে ২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে কমলগঞ্জ থানার ৪ তলা বিশিষ্ট পাইল ফাউন্ডেশন ভবনের ২ তলা ভবন নির্ম্মাণ করা হয়েছে। ভবনের সাথে প্রাক্কলিত অর্থে বাউন্ডারি ওয়াল, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ রয়েছে।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়