Thursday, October 17

আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন : খালেদা

ঢাকা: আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ২৫ অক্টোবরের কর্মসূচির প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, দেশ কারও একার নয়। সমাবেশ করতে দিতে হবে।তিনি আবারও বলেন, একদলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
 
এ সময় ৪২টি দেশের কূটনীতিক খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া প্রবীণ আইনজীবী রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিয়া, এমাজউদ্দিন আহমদ, সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
 
শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়