প্রধানমন্ত্রী বলেন, ‘ওঁদের (বিএনপি) জন্য আলোচনার দরজা খোলা। তাঁরা সংসদে এসে মুলতবি প্রস্তাব দিক, আলোচনা হবে। আমার কোনো সমস্যা নেই।’
বুধবার বেলা সাড়ে ১১টায় গণভবনে ঈদের শুভেচ্ছা শেষে দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, হেরে যাওয়ার ভয়ে বিরোধী দলের নেতা নির্বাচনে আসছেন না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ও জনগণ তাঁকে ভোট দেবে—এ বিশ্বাস যদি থাকে, তাহলে তিনি নির্বাচনে আসবেন।
সকাল ১০টা থেকে দেশের রাজনৈতিক, সামাজিক সংগঠন, গণ্যমান্য ব্যক্তিত্বসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা নয়টা ৫৭ মিনিটে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুনসহ দলীয় নেতারা।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য নজরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ ও বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা।
এদিকে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অসহায় ও দুস্থ মানুষেরা তাঁদের সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানান। প্রধানমন্ত্রী তাঁদের কথা মন দিয়ে শোনেন। তাঁদের অনেককে তিনি সমস্যার কথা লিখে জানাতে বলেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়