Tuesday, October 22

মারাত্মক ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে দেশ অতিক্রম করছে : ব্যারিস্টার রফিক

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দেশ মারাত্মক ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে অতিক্রম করছে। আজ মঙ্গলবার সুপ্রিমকোর্টের শামছুল হক মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
 ব্যারিস্টার রফিক বলেন, দেশের মানুষ চরম দুর্দিনের মধ্যে অবস্থান করছে। দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বেড়িয়ে আসতে হলে আইনজীবীদের ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, আগামী ২৬ অক্টোবর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ঢাকায় আইনজীবীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়