Monday, October 28

কানাইঘাটে দ্বিতীয় দিনের হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত

নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন কানাইঘাটে কোন ধরনের অপ্রিতীকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপি,জামায়াত ও জমিয়তে নেতাকর্মীরা পৃথক ভাবে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল করে। মামুনুর রশীদ মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মী পল্লী বিদ্যুৎ পয়েন্ট থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে গিয়ে পথসভায় মিলিত হয়। জমিয়তে সেক্রেটারী মুফতি মাওঃ এবাদুর রহমানের সভাপতিত্বে এবং থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শরীফুল হক, বিএনপি নেতা কাউন্সিলর রহিম উদ্দিন ভরশা, আজিজুল হক, মখলিছুর রহমান, উমর আলী, জমিয়ত নেতা মাওঃ হেলাল আহমদ, খেলাফত মজলিস নেতা শিব্বির আহমদ, ইসলামী ঐক্যজোট নেতা মাওঃ হাবিব আহমদ, কৃষকদল নেতা ফারুক আহমদ, যুবদল নেতা আব্দুল মান্নান, মামুন রশীদ,সাইক আহমদ, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, মোহাম্মদ আলী, ফারুক আহমদ, রাশিদুল হাসান টিটু, শ্রমিকদল নেতা জাকারিয়া, এবাদুর রহমান, আবিদুর রহমান, উলামাদলের সভাপতি মাওঃ কুদরত উল্লাহ, মাওঃ নিজাম উদ্দিন, ছাত্রদল নেতা খছরুজ্জামান,রুহুল আমিন, আমিনুল ইসলাম, আব্দুল বাসিত, দেলোয়ার হুসেন , কবির উদ্দিন প্রমূখ। হরতাল চলাকালে দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। অফিসপাড়া খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। ব্যাংক বীমায় সীমিত লেনদেন হয়েছে। তবে পৌর শহরে দোকানপাট খোলা ছিল। এদিকে হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপজেলা গাছবাড়ী,সড়কের বাজার, চতুল বাজার সহ বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল করার খবর পাওয়া গেছে।   


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়