ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দেয়ার জন্য যারা আসছে তাদের পথে পথে বাধা দিচ্ছে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ।
কিন্তু তারপরেও জনস্রোত তারা বন্ধ করতে পারছে না। তিনি বলেন, দলের নেতাকর্মীদের গ্রেফতার-আটক ও তাদের ওপর হামলার মাধ্যমে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী আচরণের নগ্ন বহিঃপ্রকাশ করছে।
আজ শুক্রবার সকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রিজভী বলেন, গত দু দিনে এ পর্যন্ত রাজধানীসহ সারা দেশ থেকে তিন শতাধিক নেতাকর্মী আটক এবং আমাদের নেতা-কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। তিনি বলেন, নেতাকর্মীর ওপর হামলা ও আটক করে ক্ষান্ত হননি, সারা দেশে আতঙ্ক সৃষ্টির জন্য যে পুলিশি মহড়া দেয়া হচ্ছে তা ফ্যাসিবাদী আচরণের নগ্ন বহিঃপ্রকাশ।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়