Friday, October 25

কানাইঘাটে পৌর শহরে ১৪৪ধারা জারি থাকলেও সরকার দলীয় নেতাকর্মীদের মহড়া !! পৌর শহরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:
 ২৫ অক্টোবরকে ঘিরে কানাইঘাট পৌর শহরে বিএনপি সমর্থিত জোট ও আওয়ামীলীগ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ায় স্থানীয় প্রশাসন শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পৌর শহরে আজ ভোর ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। আজ ভোর থেকে পৌর শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরধার করা হয়। ১৪৪ ধারা জারি থাকলেও সকাল ১১টার দিকে উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন শামীম, পৌর আ’লীগের যুগ্মা আহ্বায়ক বানু লাল দাস, খলিলুর রহমান, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিনের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর পয়েন্টে মহড়া দেয়। বাদ যুমআ আবারো মেয়রের নেতৃত্বে নেতাকর্মীরা নোয়াম সেন্টারে অবস্থান করলে বিএনপি ও জামায়াত জোটের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে পৌর পয়েন্ট থেকে উত্তর বাজারের দিকে যুবলীগ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মহড়া দেওয়ার সময় দক্ষিণ বাজারের দিকে ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী পৌর শহরে মহড়া দিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদলে নেতাকর্মীদের তাড়িয়ে দেয়। পৌর শহরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে বাজারের সমস্ত দোকান পাট বন্ধ হয়ে যায় । লোকজন আতংকগ্রস্ত হয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। আ’লীগের নেতাকর্মীরা ত্রিমোহনী পয়েন্টে জয়বাংলা স্লোগান দিয়ে মিছিল শুরু করে। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পাল্টাপাল্টি মহড়াকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৩টার দিকে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পৌর শহরে কোন পক্ষই সমাবেশ করতে পারেনি। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ভোর থেকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে পৌর শহর ও আশ পাশ এলাকায় পুলিশি টহল জোরধার করা হয়। অপরদিকে বিএনপি ও আ’লীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি হওয়ায়  দিনভর সাধারণ মানুষের মধ্যে চরম উৎকন্ঠা দেখা দেয়। ভয়ে পৌর শহরে লোকজনের আনাগোনা ছিল কম। বিকেল ৩টার দিকে সিলেটের এডিশনাল পুলিশ সুপার ইব্রাহিম খান ও উত্তর সার্কেলের সহকারী পুলিশ সুপার মহি উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ পৌর শহরে মোতায়েন করা হয়। এদিকে ১৪৪ধারা ভঙ্গ করে আ’লীগ নেতাকর্মীদের মহড়া এবং পুলিশের বিমাতাসুলভ আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন, কানাইঘাট-জকিগঞ্জ বিএনপির সমন্বয়কারী মামুনুর রশিদ মামুন ও পৌর সভাপতি ইফজালুর রহমান, থানা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাওঃ কামাল উদ্দিন সহ জোটের অন্যান্য শরীক দলে নেতৃবৃন্দ। তারা অভিযোগ করে বলেছেন, প্রশাসন ১৪৪ধারা জারি করায় তারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব ধরনের কর্মসূচী পৌর শহরে বাতিল করলেও সরকারী দল মহড়া দিয়ে মিছিল করে উত্তেজনা সৃষ্টি করে। এ সময় পুলিশ তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয় নি। আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান জানান, তারা ১৪৪ ধারা ভঙ্গ করেননি। বিরোধী জোটের নাশকতা মূলক কর্মকান্ড প্রতিরোধে মাঠে ছিলেন। এদিকে পৌর শহরে বিএনপি-জামায়াত জোট সভা সমাবেশ করতে না পারলেও উপজেলার গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজার, বুরহান উদ্দিন বাজার, সীমার বাজার, মুকিগঞ্জ বাজার, সড়কের বাজার, চতুল বাজার, সুরাইঘাট বাজার, মুলাগুল বাজার, ভবানীগঞ্জ বাজার, বড়দেশ বাজার, মনতাজগঞ্জ বাজার, উমরগঞ্জ বাজারে বিএনপি, জামায়াত ও জমিয়তে উলমায়ের নেতাকর্মীরা পৃথকভাবে মিছিল করেছে। এব্যাপারে থানার ওসি আব্দুল আউয়ালের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, পুলিশের কঠোর ভূমিকায় কোন পই ১৪৪ধারা ভঙ্গ করে সভা সমাবেশ করতে পারেনি। পুরো পৌর শহর ও অন্যান্য  গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে ছিল। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়