আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্ব এলাকায় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ১৭ সদস্য নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান।
শনিবার তেহরানে নিযুক্ত পাকিস্তানি চার্জ দ্যা অ্যাফেয়ার্স সোহেল সিদ্দিকিকে তলব করে এ প্রতিবাদলিপি দিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ এক কর্মকর্তা।
বৈঠকে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা এবং বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ইসলামাবাদকে পদক্ষেপ নেয়ার জোরালো দাবি জানিয়েছে ইরান। এ ছাড়া, সীমান্তে হামলার ঘটনার পর পাকিস্তানে পালিয়ে যাওয়া সন্ত্রাসী গোষ্ঠীর হোতাসহ সব সদস্যকে আটকেরও আহ্বান জানানো হয়।
এ সময় ইরানের সীমান্তরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে পাকিস্তানের কূটনীতিবিদ বলেন, তেহরানের প্রতিবাদলিপি তিনি পাকিস্তান সরকারের কাছে তুলে ধরবেন তিনি।
এর আগে ইরানের নিরাপত্তা বিষয়ক উপ স্বরাষ্ট্রমন্ত্রী আলী আবদুল্লাহি নিজ সীমান্তে নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসী ততপরতা নির্মূল করার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান।
গত শুক্রবার পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সারাভান শহরে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ইরানের ১৭জন সীমান্তরক্ষী নিহত হন। দুর্বৃত্তরা বেশ কয়েকজন সীমান্তরক্ষীকে অপহরণ করে নিয়ে যায়। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। অপহৃত সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য জোর ততপরতার চলছে বলে উপ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
সীমান্তের এ ঘটনার ব্যাপারে ইরানের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ তদন্ত শুরু করেছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে বিষয়টি খতিয়ে দেয়ার জন্য আজ রোববার আরো পরে অনুরোধ জানানো হবে।
শনিবার তেহরানে নিযুক্ত পাকিস্তানি চার্জ দ্যা অ্যাফেয়ার্স সোহেল সিদ্দিকিকে তলব করে এ প্রতিবাদলিপি দিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ এক কর্মকর্তা।
বৈঠকে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা এবং বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ইসলামাবাদকে পদক্ষেপ নেয়ার জোরালো দাবি জানিয়েছে ইরান। এ ছাড়া, সীমান্তে হামলার ঘটনার পর পাকিস্তানে পালিয়ে যাওয়া সন্ত্রাসী গোষ্ঠীর হোতাসহ সব সদস্যকে আটকেরও আহ্বান জানানো হয়।
এ সময় ইরানের সীমান্তরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে পাকিস্তানের কূটনীতিবিদ বলেন, তেহরানের প্রতিবাদলিপি তিনি পাকিস্তান সরকারের কাছে তুলে ধরবেন তিনি।
এর আগে ইরানের নিরাপত্তা বিষয়ক উপ স্বরাষ্ট্রমন্ত্রী আলী আবদুল্লাহি নিজ সীমান্তে নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসী ততপরতা নির্মূল করার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান।
গত শুক্রবার পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সারাভান শহরে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ইরানের ১৭জন সীমান্তরক্ষী নিহত হন। দুর্বৃত্তরা বেশ কয়েকজন সীমান্তরক্ষীকে অপহরণ করে নিয়ে যায়। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। অপহৃত সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য জোর ততপরতার চলছে বলে উপ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
সীমান্তের এ ঘটনার ব্যাপারে ইরানের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ তদন্ত শুরু করেছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে বিষয়টি খতিয়ে দেয়ার জন্য আজ রোববার আরো পরে অনুরোধ জানানো হবে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়