Sunday, October 27

চীনের মোকাবেলায় দাঁড়াবে জাপান: ঘোষণা করলেন শিনজো অ্যাবে

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে দাবি করেছেন, চীনের ক্রমবর্ধমান শক্তির মোকাবেলায় জাপানকে বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে এবং এ বিষয়টি প্রত্যাশা করছে বিশ্বের বহু দে। অবশ্য কোন কোন দেশ এ প্রত্যাশা করছে তা উল্লেখ করেন নি তিনি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাতকারে এ দাবি করেছেন শিনজো অ্যাবে। তিনি আরো বলেন, চীন আইন না মেনে বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে চায় বলে জাপান উদ্বিগ্ন। চীন যদি এ পথে অটল থাকতে চায় তা শান্তিপূর্ণ হবে না বলেও তিনি পরোক্ষ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সাক্ষাকারে অ্যাবে দাবি করেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কেবল অর্থনৈতিক ক্ষেত্রে নয় বরং নিরাপত্তা ক্ষেত্রে জাপানের নেতৃত্ব প্রত্যাশা করা হচ্ছে বলে তিনি অনুধাবন করতে পেরেছেন। ওই অঞ্চলের ওপর জাপানের প্রভাব কমে যাওয়ার প্রক্রিয়া প্রতিহত করার নীতি নেয়া হবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জাপানের আকাশসীমায় অনুপ্রবেশকারী বিদেশি পাইলটবিহীন বিমানকে সতর্কবার্তা পাঠানোর পর গুলি করে নামানো যাবে বলে একটি প্রস্তাব অনুমোদনের পরই এ সাক্ষাতকার দিলেন অ্যাবে।

এদিকে, জাপানের এ নীতির বিরুদ্ধে এরই মধ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাপান যদি পাইলটবিহীন বিমানকে গুলি করার পরিকল্পনা নেয় তাহলে তা হবে মারাত্মক উস্কানি এবং যুদ্ধ ততপরতা। চীন সেক্ষেত্রে পাল্টা কঠোর পদক্ষেপ নেবে এবং এর ফলে যে সংকট শুরু হবে তার দায়িত্ব জাপানকে নিতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়